কতসময় চলে গেল হয়নি তব সাথে দেখা
স্বপ্নে বিভোর থাকি তোমার সব মনোহরী কথা।
তোমার গাত্রখানি ভেসে উঠে যখনি সুনয়নে,
বর্তমান থেকে অতীতে চলে যায় নীরব মনে।
আসবে তুমি মোর হৃদয়ের ভূমিতে ফুল হয়ে,
আজও আনমনে ভেবে যাই ব্যাথাতুর হৃদয়ে।
তোমার আঁখিতে যখনি রাখতাম আমার আঁখি,
চৌনেত্র এক হয়ে আনন্দে দুজনেই  মাখামাখি।


তোমার নয়নে নয়ন রেখে বলিতাম যে কথা,
তব মনে কি জাগে দুটি হৃদয়ের স্মৃতির কথা?
আমার পৃথিবী আঁধার হলো, তোমারও কি তাই?
স্বজন সব দূরে এখন, তোমার সবই ঠাঁই।
আমি ক্লান্ত,  শ্রান্ত, শান্তিহীন দীর্ঘ জীবন কাটি,
আসবেনা ফিরে তুমি, একদিন দেহ হবে মাটি।