চল ছুটে যায়
এস এম জহিরুল ইসলাম


দেহখানি বয়ে চলিছে নিরন্তর
ক্লান্ত পা দুখানি,
বানের টানে ভেসে গিয়েছে
পূর্বপুরুষের বসত ভিটে খানি।


বন্যা দূর্যোগে কত সম্পদ
গিয়েছে জলে ভেসে,
কত প্রানী আর আপনজন,
মৃত ভেসে ঠাই তীর ঘেসে।


গোলা ভরা ধান আরও কত কি!
গিয়েছে জলের তলে,
তাদের অনেক ছিল,
বন্যায় সব গেল রসাতলে।


বিবেক এখনও নাড়া দেয় ক্ষনে ক্ষনে,
সব কিছু মিছে আর মায়া
এ বিপদে মুক্তি পেতে,
খোদাকে ডাকি মনে মনে।


যত পার দাও,
কর তুমি দান,
ভালোবাস তাদের,  
আশ্রয় দাও চেওনাক প্রতিদান।


জলের উপর ভাসমান রয়েছে
কত হাজার লোক,
আপন হৃদয়কে জিজ্ঞেস কর,
কতটা হয়েছো তাদের দুখে দুঃখ।


কে দিয়েছে কত,
আর কে তুলেছে সেলফি,
এসব ভেবে পিছিওনা
তব রব আছে স্বাক্ষী।


চল ছুটে যায়,
বন্যা, দুর্যোগময় এলাকায়,
ভালোবেসে আশ্রয় দিয়ে,
পরকালে জান্নাত যদি পায়।


২৪/৬/২০২২
দারুসসালাম, ঢাকা।