চলে গেছে চিরতরে
এস এম জহিরুল ইসলাম


হায়! তনয় কে কেড়ে নিল অন্ধকার হেরি, ভয় নায়!
যেভাবে এসেছে ভাই সেভাবে নীরবে চলে গেছে হায়,
শান্তি শান্তিকরে চির শান্তিপুরে,
সবকিছু পুড়ে হয়ে গেছে ছাঁই।


একে একে কান্নার রোল পড়ে
কপালে কষাঘাত করে মা,
বাবা পাষাণে বাঁধে যে বুক।
কী হবে আর ডেকে ?
চলে গেছে সে স্বীয় তার ঘরে।


কত মায়ের ছেলে রোগ, জ¦রা, জীর্নতায়,
অপূর্ণ আশায় চলেগেছে,
গড়েছে সাগর বুকে তারা অশ্রæজলে।
কখনও কি পেয়েছে স্নেহ,
দিয়েছে কি কেউ শান্তনার বাণী?
কাছে এসে বলেছে কি মুছ আঁখি?
মুখে হাসি ফুটাও!
করে নাই কখনও।

বাছা তোমার শান্তি নিয়ে চলে গেছে
কেন কাঁদো তার জন্য ?
বিধাতার কাছে এই প্রার্থনা কর
সে যে সুখে থাকে চিরতরে,
চলে গেছে স্বীয় তার ঘরে।