প্রিয়তম, তুমি কোন হৃদয়ে আবাদ করছ
মনের গোলায় ফসল ভরে, তৃপ্ত নয়নে হাসছ।
তোমাকে না পাওয়ায় নেই কোন যন্ত্রণা,
হৃদয়ের ব্যাথা কবিতায় দিয়েছি লিখে, তবুও কবি হতে পারলামনা।


হরিয়াল পাখি হয়ে আছো কোন বৃক্ষের মগডালে,
উচ্চা বিলাসী জীবন হবে লেখা ছিল ভালে।
অর্থহীন, কর্মহীন জীবনে ব্যার্থতার করালগ্রাসে, আপন মনে রাখতে পারিনি ভালোবাসা,
নিজ হাতে বিলিয়ে দিয়েছিলাম আমার কবিতার ভাষা।


আকাশে প্রদ্বীপ জ্বলে একপক্ষ কাল,
জীবন আঁধারে আলো নেই,  তোমাকে ছেড়ে হয়েছি বেসামাল।
আজও কি মনে পড়ে না, বর্ষাকালের কদম ফুলের বিনিময়,
এক বুকসম বিলের পানিতে সাঁতরে তোমার জন্য পদ্ম আনতে ছিল না কোন সংশয়।


এত কিছু ভুলতে গিয়ে কত কিছুই হলো সখ্যতা,
যন্ত্রণার অনুগুলো ঝরো হয়ে বিনাশ করেছি ব্যার্থতা।
কবিতা আমার জীবন, কবিতায় আমার স্বপ্ন আশা
তুমি ছাড়া জীবনে আমার নেই কোন ছন্দ,  ভাষা।