মায়ের সাজে আসে
এস এম জহিরুল ইসলাম


সকাল হতে কন্যা আমার
মায়ের সাজে আসে,
ঘুমের ঘোরে ভাসছি আমি,
কন্যা যেন মিট মিট করে হাসে।


পূর্বাকাশে সূর্য উঠে
পাখিরা যায় উড়ে,
মায়ের মতো শাসন মনে
নানান কথা জুড়ে।


সকাল বিকাল মিষ্টি বকা
লাগত মন্দনা,
দুঃখে থাকি যখন আমি,
কন্যার মুখটি দেখলে ঘোচে সকল যন্ত্রণা।


কাজের শেষে ফিরি যখন
দরজার পাশে দাঁড়িয়ে থাকে তখন,
পকেট থেকে বাতাসা দেই যখন,
খুশিতে সে আদর করে মায়েরই মতন।


সারাদিন ব্যাস্ত সময় শেষে
সন্ধ্যার রক্তিম আভায় বসে,
যখন মায়ের কবর ঘেষে।
অতীত স্মৃতির মাঝে যখন ভাসছি নিরালায়,
কন্যা তখন ধীরে ধীরে সান্ত্বনা দিয়ে
সরিয়ে নিল ভালোবাসায়।