অপরূপ বাংলা
এস এম জহিরুল ইসলাম


বহুগুণে রূপে রূপবতী
সুন্দর সবুজ শ্যামল গাঁয়,
ছায়া সুনিবিড়, শান্তির নীড় নেই কোন তার ইতি
ধন্য আমি জন্ম হল বাংলায়।


বাংলার জমিনে রয়েছে ভরা ফসল
কৃষক যেন আনন্দে সদায় থাকে মেতে,
শতবেদনায়, হাসি-কান্নায়, মায়ের চোখের জল
সবকিছুতেও বাউল গান গেয়ে যায় বাংলার পথে পথে।


বর্ষা ঋতুতে জলে ভরা মাঠ-ঘাট
বৃষ্টির একটানা রিমঝিম শব্দ,
খাল, বিল, নদী উঁপচে সব হয় সাদামাঠ
জনজীবনে চলার স্থূলপথ হয় রুদ্ধ।


ঋতুরাজ বসন্তে কোকিল গায় গান
প্রকৃতিতে ফিরে আসে সজীবতা,
সব কিছুতেই যেন ফিরে পায় প্রাণ
কেটে যায় জীবনের সকল পুরান যত জড়তা।


সকল দু:খ, বেদনার মাঝে খুঁজে পাই বাঁচার স্বপন
এই চিরসবুজ সোনার বাংলায়,
ধন্য হয়েছি আমি এই জন্যে যে
জন্ম হয়েছিল অপরূপ বাংলায়।