অশ্রুমোচন
এস এম জহিরুল ইসলাম


অনাদিকাল হতে
ভালোবাসা এসেছে বিসর্জনের মাঝে
ত্যাগের মাঝে সুখ খুঁজে নিয়েছে
প্রেমের অনলে পুড়েছে নিজেকে
একটু সুখের জন্য।


এভাবেই আমরা কালের ক্রমান্বয়ে এসেছি,
রাধা-কৃষ্ণের উত্তরাধীকারী।
কেউ হৃদয় থেকে অপক্রম করে চলে গেছে,
তোমার মতোই কেউ এসে অশ্রুমোচাতে
ব্যকুল হয়ে ভালোবেসেছে।


আমার কোন চিহ্ন নেই বেদনার,
আছে হৃদয় ভাঙ্গার এক বিশাল ঢেউ
তীরে আসার আগেই মিশে যায় অতল জলে,
দুর আকাশের প্রান্তে খুঁজে ফিরি
বিসর্জনের অন্য এক ত্যাগী হৃদয়,
খুঁজে ফিরি সোহাগে-
অশ্রুমোচনের আর একটি ভালোবাসা।


যেদিন তোমার হৃদয় দহনে ছটফট করছিলে
দূর থেকে সবাই তোমার কাহিনীকে
বিখ্যাত উপন্যাসে পরিণত করতে চেয়েছিল
কেউ বা কবিতা লিখে আজ প্রতিষ্ঠিত।


আমার অনুভূতিতে তোমাকে স্পর্শ করেছিলাম,
ভালোবেসে তোমার জীবনে একটি সুন্দর
সকাল উপহার দিতে চেয়েছি,
চেষ্টা করেছি অশ্রুমোচনের।