সুখে থেকো দূরে থাক
এস এম জহিরুল ইসলাম


মন যুদ্ধে আহত হয়ে হৃদয়ের দক্ষিণ বাহু হারিয়েছি
আজ ভালোবাসা বিলাতে অক্ষম,
ধরিত্রীর সমতল ভূমিতে চলতেও ভয় হয়।
হৃদয়ের অসমতল ভালোবাসায়
নিজেকে যেন অপক্রম করে বাঁচতে হয়।


সোনালী অতীতের স্মৃতি আজ ভুলে গেছি,
সুখে থেকো আমার প্রিয়তম।
আমার জীবনে সবই অতীত,
বর্তমানের চিহ্নও নেই,
আর ভবিষ্যৎ তোমার বুকে সপে দিয়েছিলাম
তাও আজ অতীত।
অতীত ! অতীতি!! অতীত !!!
এই বলেছিত, সেই অতীত।


অহর্নিশি স্মৃতির আকাশে মেঘ উড়ে
যাওয়ার দৃশ্য দেখি,
বারংবার চাঁদকে ঢাকতে গিয়েও সরে যায়
যেমন করে আমার হৃদয়ে আঘাত করে অতীত হয়ে দূরে আছ।
সুখে থেকো, দূরে থাক,
শুভ কামনা করি,
আমি পথ চলছি সোনালী অতীত নিয়ে।