ভালোবাসতে পারিনি
এস এম জহিরুল ইসলাম


যদি একটিবার ভালোবাসি বলতে,
আমার জীবন তরীটা কোন কিনারায় থাকত,
সাজাতাম অন্যরকম করে।
তোমার ফুলের মত মনের সুবাসে
খুঁজে পেতাম আর একটি নতুন জীবন।


আজ মনের অন্দরে অভিলাষ জেগেছে,
আবার ফিরে আসি সেই আঠারো বসন্তে,
যা ছিল প্রকৃতির সৌন্দর্য্যে আমার এই তনুর এক অবিরল মিল।
ছিল হৃদয় ভরে ভালোবাসা, কিন্তু একটি শব্দের অপেক্ষায়,
নীরব, নিস্তব্ধ হয়ে যায় সকল ভালোবাসার রক্ত কনিকা।


আমার ব্যর্থতা হয়তো এখানেই,
কেন ফুলকে ভালোবাসি?
কারণ ফুল ও মানুষ কখনও এক হতে পারে না।
যদিও কোন এক সময় এক করা যায় তা হয় আবেগে,
তাই আমি ভালোবাসতে পারিনি মানুষকে,
সেই সাথে পারিনি তোমাকে।