- আমি যদি এখানেই থমকে দাঁড়ায়?
- না, বহুদূর যেতে হবে তোমায় ।
- কত দূর? ঐ ধূসর পাহাড়ের কাছে?
- যেখানে আকাশ মাটিতে মিশে গেছে।


- ছোট জীবনে ঘড়ির কাঁটা ঘুরছে অবিরত,
- অনেকটা সময় পড়ে আছে, আশা ধরে রাখ।
-  শেষ সীমা পেরিয়ে গেছি বহুকাল আগে,
- ইচ্ছা গুলোকে বাঁচিয়ে রাখ, রাগে-বি রাগে।
- বাঁচাব কি? হারিয়ে গেছে ইচ্ছা ছিল যত,
- ইচ্ছা অসীম, সুবিস্তৃত আকাশের মত।


- জীবন যাচ্ছে যেতে দাও জীবনের মত করে,
- আমি তো আছি, টেনে তুলব তোমার হাত ধরে।
- আকাশকে বরং কাছে ডাক, হাত ধরাধরি ছাড়,
- মেঘের আঁধারে ঢাকা পড়বে তুমি, বৃষ্টি ঝর ঝর।