ভাল থেকো প্রিয়তমা'
তুমি ও তোমার পুরনো প্রেম
ভাল থেকো প্রিয়তমা'
আমৃত্যু প্রতীক্ষা আমার।


পুরনো প্রেমের বিষে
আমি মিথ্যে বলি,
আমি নীলকণ্ঠ হয়ে ফুটি
ঝুলে থাকি বেলকনি'র গ্রিলে।


ইচ্ছে ছিল ঘোর বর্ষায়
তোমার ঠোঁটে বিষ ঢেলে দিব
লাল আর নীল মিশে
তুমি হবে "ব্ল্যাক পেটুনিয়া"।


আমি মরে যাই
তোমার পুরনো প্রেমিকের নাম
আমার  হৃৎপিণ্ডের ব্যবচ্ছেদ করে,
পৃথিবীটা যেন লাশ কাটা ঘর।


কে আমি প্রিয়তমা?
তোমার চিবুকে ছোট তিল
জড়িয়ে থাকা বক্ষ বন্ধনী?
কে আমি প্রিয়তমা?


তোমার সবচেয়ে বড় ভয়
নাকি সবচেয়ে বড় ভূল?
কে আমি?
কে আমি প্রিয়তমা?