তোমার ইচ্ছামত সুবিধাজনক সময়ে-
ফিরে এসো, ফিরে এসো তুমি মধ্য দুপুরে,
স্কুল থেকে ফেরার পথে তপ্ত রৌদ্র স্নান শেষে
ক্লান্ত শরীর আর লাল টকটকে গালে,
ফিরে এসো, তুমি ফিরে এসো আমার কাছে ।


সব কাজ শেষ হলে দিবা নিদ্রার ছলে
ফিরে এসো, ফিরে এসো আমার কাছে।
শেষ বিকালের ছায়ায় প্রিয় পেয়ালা হাতে
কফিতে চুমুক দিতে দিতে ফিরে এসো,
ফিরে এসো, তুমি ফিরে এসো আমার কাছে।


তোমার প্রিয় গাছ গুলোর জল খাবার শেষ হলে
অস্তমিত সূর্যের শেষ রশ্মি ধরে ফিরে এসো
ফিরে এসো, ফিরে এসো আমার কাছে ।
অযত্ন আর অবহেলায় ঝরে পড়া পাঁপড়ি পিষে
ফিরে এসো, তুমি ফিরে এসো আমার কাছে ।


ফাগুনী পূর্নিমা কিংবা ঘোর অমাবস্যার প্রথম প্রহরে
মঙ্গল প্রদীপ হাতে নিয়ে ফিরে এসো
ফিরে এসো, তুমি ফিরে এসো আমার কাছে ।
শেষ প্রহরে জোনাকির সব আলো নিভে গেলে
ফিরে এসো, তুমি ফিরে এসো আমার কাছে।


ফিরে এসো তুমি, ফিরে আসার খুশিতে
ফিরে এসো তুমি, ফিরে না আসার বিরহে।