কুয়াশার চাদরে ঢাকা ভর পূর্ণিমায়
পালিয়ে ছিলাম আত্মসংবরণের আশায় ।
তারপর খুঁজে বের করার নামে শত পাগলামি,
হায়েনার চোখ ফাঁকি আর পরোয়ানা মাথায়
নিখোঁজ ডায়েরিতে আমি এক ফেরারী আসামী।


আজ তুমিও পালাতে চাও, জীবন থেকে
আত্মসংবরণ নয়, কেবলই আত্মহনন!
সীমাবদ্ধতার বেড়া জালে সামর্থ্যহীন নও জানি
দম নাও, পিছন ফিরে সজোরে লাথি মার,
চূর্ণ করে দাও সীমাবদ্ধতার দেয়াল খানি।