"চাঁদের কাছে গিয়েছিলাম
জ্যোৎস্না স্নান করব বলে
গিয়ে দেখি পুরনো সে চাঁদ ।"


চাঁদ কখনো পুরনো হয় নাকি?
প্রতি অমাবস্যায় নতুন করে যৌবন লাভ করে।
পুরনো চাঁদের নতুন জ্যোৎস্না আলোকিত পৃথিবী
সেই একই রূপ, যেন কোন গ্রীক দেবি
চির সুন্দর সে চাঁদ, বুকে যেন চির বসন্ত।


কোথায় আছিস? কেমন আছিস?
তুই করে ই বললাম, যদিও তুই আমার কেউ না
আজ মনে হচ্ছে তুই আমার সবচেয়ে কাছের
সবচেয়ে আপন।
তুই দেখতে কেমন জানি না
নিজের মত করে কল্পনা করে নিয়েছি-
ছিপছিপে দেহ, বেশ লম্বা দেখতে,
আমার মত ফর্সা তুই নস
দাঁড়ি রেখেছিস নিশ্চয়?


তোর মত হতে বড্ড ইচ্ছে করছে
খালি পায়ে হাঁটা হয়নি কখনো,
তুই নিয়ে যাবি আমায়?
যেখানে গেলে সব কিছু ভূলে থাকা যায়।


হারিয়ে গেলে চাঁদ তুর মত খুঁজবে না আমায়
যেদিন চাঁদ সত্যিই পুরনো হবে
সেদিন যদি আমাকে তার মনে পড়ে
এই আশায় নিজেকে হারাতে চাই।
আমাকে নিয়ে চল"হিমাচল" ।