কথা বলতে না পারার আর্তনাদ, নির্ঘুম জীবনের বিষাদতা, বুক ছিঁড়ে হৃদপিণ্ড বের হয়ে যাওয়ার যন্ত্রণা, সব ভুলে যাই; তুমি যখন জানতে চাও “সোনা কি কর?”।
রাতের শেষ প্রহরে প্রাণের চেয়ে প্রিয়জনকে অন্য কারোর বুকে আবিষ্কার করার পর বুকে জমাট বাঁধা বরফের পাহাড় গলে শান্ত স্নিগ্ধ নদী হয়ে বয়ে যায়; তুমি যখন বল “ জান আমি আছিতো”।
মৃদু আলো, আবছা ছায়ায় তোমার অনাবৃত বুক ঢাকা পড়ে, ঠোঁটে ধারাল ছোবল, আমার সিলিংএ ঝুলানো লাইলনের রশিটা স্পষ্ট হয়ে উঠে, সায়ানাইডে সয়লাব মন, নীলাভ দেহ
বেলকনিতে দাঁড়িয়ে পিচঢালা পথটা খুব কাছে মনেহয়। বাঁচতে বড্ড ইচ্ছে করে তুমি যখন বল “ ধৈর্য্য ধর, আসব তো”।