দূরের মাঠ থেকে হেমন্তের জ্যোৎস্না রাতে
ভেসে আসা বাঁশের বাঁশির সুর যদি
মন ছুঁয়ে দিয়ে যায়, তবে-
পরিচিত সেই সুরে মন বিলিয়ে দাও।
রাখালের জন্ম পরিচয় জানতে চেওনা যেন
পাছে সেই সুর বেসুরা লাগবে।
অমিল এর দুনিয়ায় কিছু মিল কাকতালীয়
যেমন কাক ও কোকিল, বাঁশি ও বাসুরিয়া।