উজান থেকে নেমে আসা ঘোলাটে নয়,
স্বচ্ছ জলে নদীর তলদেশে মাছেদের খেলা
দুই পাড় যেন প্রকৃতির সবুজ ক্যানভাস
ছোট নৌকায় শুধু তুমি আর আমি।


সাদা শাড়িতে নীল রংয়ের কারু কাজ যেন-
সাদা মেঘের আড়াল থেকে নীলের বিচ্ছুরণ,
লাল নয় কালো টিপ, এলো নয় পরিপাটি কেশ
বাতাসে পরিপাটি কেশে মৃদু কম্পন ।


মাঝামাঝি থেকে কিছুটা সামনে
দক্ষিণ মূখী নৌকার ডান পাশে বসা তুমি,
তোমার গালে প্রতিফলিত আলোয় পড়ন্ত সূর্য
ম্লান হওয়ার ভয়ে নিজেকে দ্রুত লুকাতে ব্যস্ত।


তোমার পায়ের স্পর্শে  জলে টানা ভালবাসার দাগ
নদীর বুক চিড়ে দুই তীরে সবুজে মিশে যাচ্ছে।
তোমার শরীরের মিষ্টি ঘ্রাণে মাতাল আমি
চোখে চোখ!! যেন ঘোর কাটানোর ব্যর্থ চেষ্টা।