পড়ে ছিলাম, পড়ে ই তো আছি
পড়ে থাকতে দিস আমায়,
হাত ধরে টেনে তুলে
পিঠ বরাবর লাথি মারলে
ফের তো পড়ে ই যাব।


ব্যথার তীব্রতায় মাটিতে গড়াগড়ি
এলোপাতাড়ি কাঁদা ছোড়াছুড়ি,
আমার না হয় শীর্ন বস্ত্র
তোর তো নীল পাড়ের সাদা শাড়ি।


যদি কখনো এই পথে আসা হয়
ছানা ভরা চোখে তাকিয়ে থাকিস না
সব ঘৃণা ঢেলে দিয়ে, বারুদ কণ্ঠে বলিস
-কুত্তার বাচ্চা এখনও পড়ে আছিস?


আচ্ছা,
কুত্তার বাচ্চা আর বাচ্চা কুকুরের মধ্যে তফাত কি?
মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খায়
যার কোন উত্তর নেই , কুল কিনারা নাই;
তার চেয়ে বরং পড়ে ই থাকি।