ভালবাসা তো ভালবাসা ই,
সত্যিকারের কিংবা মিথ্যা ভালবাসার সংজ্ঞা
আমার কাছে বোধগম্য নয়।
যখনই কোন বিষয়ে সামান্য মত পার্থক্য
কিংবা নিজ স্বার্থ প্রাধান্য হারাচ্ছে মনে হয়,
তখনই প্রশ্ন জাগে,
"সে আমাকে সত্যি ই ভালবাসে তো?"


দুই জনের জামার রং এ কাকতালীয় মিল
মনে হতো,এটাই সত্যিকারের ভালোবাসা।
আজ তার দেওয়া উপহার দেখে
পছন্দের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করা হয়,
মিথ্যা ভালবাসায়।


অপেক্ষার প্রতিটা মুহূর্ত জানান দিত
এটাই সত্যিকারের ভালোবাসা,
তা না হলে হৃদ কম্পন বাড়ছে কেন?
আজ হৃদ যন্ত্র বন্ধ হওয়ার মুহূর্তে আফসোস
সারাটা জীবন কাটলো মিথ্যে ভালবাসায়।


শুধু একটি বারের জন্য হাতের স্পর্শ পাওয়া
ছিল সত্যিকারের ভালোবাসা,
আজ পুরু শরীর পায়ে ঠেলে মিথ্যা ভালবাসায়।
সত্য ভালবাসায় পা ছুঁয়ে প্রণাম করা হাত
এখন গলা চেপে ধরে, মিথ্যা ভালবাসায়।
সত্যতা প্রমাণের হাতিয়ার ছিল যে শিশি,
আজ তা খালি পড়ে আছে,
শুধু বিষ টুকু গিলে নিয়েছে মিথ্যা ভালবাসা।