বিন্দু হতে সিন্ধুর সৃষ্টি
শত পাতায় বইয়ের সৃষ্টি,
তেমনি মানুষের সৃষ্টি হয় মনুষ্যত্বে।  


সিংহের গর্জনে রাজার পরিচয়
কলমের কালিতে জ্ঞানের পরিচয়,
তেমনি মানুষের পরিচয় তার মনুষ্যত্বে।      


সুর্যের আলোয় ধরণী আলোকিত
শিক্ষার আলোয় মানুষ আলোকিত,
তেমনি সমাজ আলোকিত মানুষের মনুষ্যত্বে।


বায়ু কণাতে অম্লজান মিলে
বইয়ের পাতায় জ্ঞান মিলে,
সুন্দর চরিত্র মিলে মনুষ্যত্বে।


মানুষের এই মনুষ্যত্ব
জীবন গড়ার প্রথম শর্ত।