পাখিরা উড়ে চলে
দিগন্তের সীমাহীন সরলরেখায়,
তারা বয়ে চলে
প্রভাতের হালকা বায়।


তারা চলে যায়
সোনালী ধানক্ষেত পেরিয়ে,
তারা ভেসে বেড়ায়
নীলাভ আকাশের বুকে।


তারা নেচে বেড়ায়
মনের উচ্ছাসে,
তারা ডানা মেলে
যেথায় খুশি উড়ে বেড়ায়।


তারা খেলে
সবুজ মাঠ আর ঘাটে,
তারা গায়
এক মনোমুগ্ধকর সুরালো মিষ্টি কণ্ঠে।    


তারা স্বাধীন
তারা মুক্ত
তারা বহির্ভূত
তারা প্রকৃতির এক সৌন্দর্য।