যুদ্ধে নিখোজ সে, স্বাধীনতার খেলায়,
সন্তান হারা বুকে কষ্টের সীমা নাই।
বুড়ো বাপের অশ্রু অকন্টক মেলায়
অন্যায়ের প্রহারে ম বিচার শুধাই।


স্বপ্ন দেখা সেই চোখে, আজ অন্ধকার।
বিচার নয়, শুধউ চাই ন্যায়ের দান।
স্বাধীনতার আশা হয়ে গেছে সংহার,
রক্তের দেশে, কেন এমন অবমান?


বৃদ্ধের বুকে পৌছায়নি আজ অগদ,
তবু বুকে শক্তি, উপড়াবে এই ক্ষ্ত।
বৃদ্ধের সংকল্প, জাগবে নতুন রোদ,
অবিচারের শিকড় ছিড়ে নব্য পথ।


দুর্নীতি হেরে আসবে কংসারি বিপ্লবী,
নিত্যতার আলোয় প্রজাতন্ত্রের নবী।


কবিতার ধরনঃ শেক্সপীয়রীয় সনেট
ছন্দঃ কখকখ গঘগঘ ঙচঙচ ছ্ছ