অপ্রতিরোধ্য
অজ্ঞাত দায়িত্ব,
উঠে উত্তরণে মুখোমুখি অব্স্থার বিরুদ্ধে।


সে অপ্রতিরোধ্য
ধীরে ধীরে উত্তপ্ত হৃদয়,
দুঃখ আঁকা শ্বাস পথ।
ক্রোধের শক্তি উক্তি তুলে
অত্যাচার মুখে কুলের রক্ত জড়ায়।
অন্তিম যুদ্ধের বিকট শব্দে,
অহংকারী সে ভন্ড বিনয়ীর প্রান্তরে।
মিছিলের গর্জনে সংগ্রামের অশ্রু,
প্রতিহিংসা মুখোমুখি সে যুদ্ধের বাজারে।


সে অপ্রতিরোধ্য
সে উত্তানের স্বপ্ন দেখায়
নিয়ে আসা অধিকার বেদনায়
সে অপ্রতিম বীর।
অধীর অন্ধকারে আলো ঝলসানো নীড়।
অন্যায়ের অন্ধকার ভেঙে
বিজয়ীর আসনে ন্যায়দন্ড হাতে,
ভয়ে কাপে অত্যাচারী জালেম পশু
মুখের বাণি তার করপাপাতে।
সে সত্যের জয়ী যুদ্ধের নায়ক,
অধীর অন্ধকারে উজ্জ্বল অলংকৃত,
অত্যাচারে নিমিত্ত।
বিজয়ের আশা সে পূর্নতা দানে
অপ্রতিষ্ঠিতের হার নিয়ে বীরের নবজীবনে।


সে অঘটনঘটনপটীয়সী
অধিকারের প্রতি তার অনুরাগ,
অপ্রতিষ্ঠিতের হার আনা নবজীবন,
যুদ্ধের বাজারে তার জয়গান।
অন্যায়ের প্রতি তার শক্তি আবেগ।
দশের জীবনে মুক্তি,
বিজয়ী সে তোমাদের সাথে,
বীরের নতুন জীবন,
অধিকার জয় সে প্রজার রথে।