কাছে এসো চন্দ্রাবতী
কাছে এসে ঠোঁট দিয়ে তুলে নাও
যাপনের বিষ
কাছে এসো চন্দ্রাবতী
যতটা সম্ভাবনা তারও চেয়ে কাছে
যেটুকু দূরত্ব থাকে
চোখ থেকে চোখে
রোদ্দুর খুঁটে খা'ক শালিক শামুকে


কাছে এসো চন্দ্রাবতী
কাছে এসে ঠোঁট দিয়ে তুলে নাও
যাপনের বিষ
পৃথিবী
কবিকে দিছে পুঁজিবাদী ধুতুরা গেলাস
যার কাছে দাবি ছিল সবচেয়ে বেশি
যার কাছে চেয়েছিলাম
খুঁটে খেতে ধান
সে-ই বেশি করে গেল সাড়েসর্বনাশ
তারই হাতে লেখা হলো
আমার নিদান
কেউ দেখি কারো নয়
আমি কারো নই
ওগো চাঁদ ডুবে যাও বিদেশ বিভুঁই
নগর কবিরে দিছে
নাগরিক বিষ
পিছু পিছু ধুপছায়া তবু শুভাশীষ
যতটা নিয়েছে প্রেম বেশি
দামে কেনা
সময়ের কাছে তাই বড় ধারদেনা


কাছে এসো চন্দ্রাবতী
কাছে এসে ঠোঁট দিয়ে তুলে নাও
যাপনের বিষ
জগৎ
কবিকে দিছে কচু গাছে ফাঁস
হতাশারা
পায়ে পায়ে তাই বারোমাস
নিরাকার
প্রেম নেই নেই ভালোবাসা
একাকী
ভাঙিছে জল এক দুর্বাসা
বাইরে মমতা নেই
বাকি থাকে ঘর
পায়ে পায়ে পাশে থাকা ছায়া
ছায়া পর
সময় চাপিয়ে গেছে সীমাহীন ভার
তোমাকেই
আজ তাই বোশি দরকার
কোন তারা জেগে নেই
আঁধারে খাঁচাতে
কেবল তুমিই পারো কবিকে বাঁচাতে


কাছে এসো চন্দ্রাবতী
কাছে এসে ঠোঁট দিয়ে তুলে নাও সময়ের বিষ


## ঝালকাঠী
১৬/০৫/১৫খ্রিঃ