আমাকে কী দণ্ড দেবে,
দাও!
"টিল ডেথ"-
ফাঁসিতে ঝুলিয়ে দেবে?
ক্রসফায়ার ?
মধ্যরাতের ঘুমের মধ্যে গুম ?
দাও!
আমি আমার
বা'চোখে রবীন্দ্রনাথ আর ডান চোখে
বিপ্লবী পোস্টারের মতো
সেঁটে নিয়েছি নজরুলকে, জীবনানন্দের জলে
ধুয়েছি আমার দেহ ; যাবজ্জীবন দেবে মাধুরী বসু'র চোখে ? দাও!


আমার স্মরণে সাঁইজি
সহজিয়া তাই ; ভুল প্রেমও হয়ে ওঠে
ফুল !
আমাকে কী দণ্ড দেবে, দাও!
"মানুষ আমার সাধনগুরু/ সেই মোকামে
যাত্রা শুরু"-
এই একমাত্র মানবিক প্রার্থনা-সংগীত গেয়ে রোজকার
সূর্য ওঠে আমার অাকাশে।
আমি মানুষকে
মুকুটের মতো রেখেছি মাথায় করে তাই- আমাকে কী দণ্ড দেবে, দাও!


আমি প্রেমকে একমাত্র ধর্ম মানি মানুষের ; তোমরা কী মূল্য নেবে, নাও!


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>১৮/০৮/১৫ খ্রিঃ।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>ঝালকাঠী।।