আমার একেকটা মুহূর্ত যেন একেকটা পুরনো স্মৃতি, যা বার বার ফিরে আসে।


প্রতিটা বৃষ্টি ঘন সন্ধা যেন তৈরী করে আমার কষ্টের স্রোত, যা সে স্রোতে শুঁকনো পাতার মতো ভাসে।


পরিচিত এ রাত বহন করে আনে চরম একাকিত্ব আর নির্জনতায় ভরা কোন এক নতুন আমাকে।


ভালো থাকার প্রতিটা উপসর্গ যেন হারাতে থাকে ভয়াবহ যন্ত্রণার আগাম হাতছানিতে।


ভাবনার এক মর্মান্তিক শেষার্ধে দাড়িয়ে ভাগ্যকে দোষী করতে আজ আমি ব্যাস্ত।


সকল অপারগতাকে নিয়তির কাঁধে চাপাতে চাপাতে পুরোপুরি অভ্যস্ত।


ক্লান্তি ভরা এ চোখে আজ শান্তির বার্তাকে স্পষ্ট করে পড়তে পারি  না, মনে করতে পারি না চিরচেনা সেই সুখ বর্ণকে।


মনে হচ্ছে নিজেকে আজ হারিয়ে ফেলেছি কোন এক অজানায়, অন্ধকার বাস্তবতায়।