উড়নচণ্ডী মন তোমার
চলন বালকের মতো।।
মুখেতে বিষ তোমার
মনেতে অমৃত।।


মুখেতে মায়াজাল তোমার
কন্ঠতে কর্কট।।
উড়নচণ্ডী মন তোমার
তা দেখেই আমি কুপোকাত।।


বন্ধুত্ব কর তুমি অতি সহজি
তাইতো তুমি কাঁদো দিবা আর রজনী।।


তাই আমি বলি...ওহে বালিকা
উড়নচণ্ডী মনটাকে তুমি কর একটু ঠাহর
মিষ্টি করে হেসে পাল্টে দাও তোমার শহর।।