যাকে আর বলা হয়না
হয়তো কখনো বলা হবেনা-
'কেমন কাটছে দিনলিপি?'
যার জন্য পড়ে আছে মন
শতকোটি আলোকবর্ষ দূরে ;
পুড়ছে সদা মৃতপ্রায় আগ্নেয়গিরির শেষ গহ্বরে
যাকে আর জিজ্ঞেস করা হয়না-
দুঃখের সাথে পাড়ি দিয়ে কেমন হচ্ছে চাষবাস?
ফুলে ফলে ভরেছে কি শস্যের উদ্যান!
প্রস্তর যুগের গাঢ় অন্ধকারে„
এখনো কি লেপ্টে আছে বিষাদের ছায়া?
পাষাণ পৃথিবী কি আসলেই এক অদ্ভূত মায়া
ক্ষণিকের জীবন শেষে থাকে যার কায়া!
তবুও রংধনুর বাঁকা হাসিতে
শিহরণ জাগে আদিম নিঃশ্বাসে ,
প্রলুব্ধ প্রহসনে অনুরাগে অভিমানে
এখনো জেগে থাকে নিস্তব্ধ আঁধার ।