আঠার বছর
----উদ্ভ্রান্ত পথিক


আঠার বছর অনেক সময়
তোমার মুখে বলিরেখা পড়েছে
আমারও নাকি বহুমূত্র হয়েছে
লিভারে কিছুটা ফ্যাট জমেছে ।


সেদিন ধূপজ্বলা সন্ধ্যা বেলায়
বাতাসে কর্পূরের গন্ধ পেলাম
কেউ একজন স্ট্রোক করেছে
তোমারও নাকি রজঃক্রিয়া বন্ধ ।


চল্লিশ পেরোলে চালসে হবে
কাছের দৃষ্টি দূরে যাবে
তোমার চোখে ছানি পড়বে
আমার স্বপ্নও ফিঁকে হবে।


যখন ছিলাম তোমার পাশে
তুমি ছিলে বিত্ত বৈভবের আশে
আমায় রেখে কন্টকিত শূন্য নীড়ে
আপন ভুলে পর চিনিলে সুখের ভীড়ে
দুঃখ পেলে অতৃপ্ত বিরহ ব্যথা ঘিরে।


ভাবছি যখন হয়তো ভাল ছিলে
হৃদয় তোমার পুড়ছে তখন তিলে তিলে
দিন বদলের শপথ নিলে আচমকা গিলে
আমি যখন কাদঁছি শুধু ফসলহানির মাঠে
ফিরলে আবার তুমি বন্ধু স্বপ্ন ভাঙার ঘাটে।