বাবা মানে বট বৃক্ষ
       শীতল স্নেহের ছাঁয়া,
যোজন যোজন দূরেও যিনি
       ছড়িয়ে রাখেন মাঁয়া।
বাবা মানে আস্থা-বিশ্বাস
       নতুন দিনের আশা,
লোমশ ভরা বুকের মাঝে
        জমিয়ে রাখা ভালবাসা।
বাবা মানে উষ্ণ পরশ
        আদর ভরা শৈশব,
মধ্য রাতে তাঁরা দেখা
         একলা রাতের আশ্রয়।
বাবা মানে শান্ত সকাল
           নতুন একটি ভোর
ঘুমের আগে গল্প শোনা,
         হারানো দিনের সুর।
বাবা মানে জোস্না বিলাস
        শ্রাবণ বর্ষার জল,
ঝড়ের রাতে সাহস পাওয়া
       ভয়কে করা জয়।
বাবা মানে সবার সেরা
       চাওয়া পাওয়া পূরণ করা,
দুঃখ-কষ্টে মুখ লুকিয়ে
     বুকের মাঝে আশ্রয় পাওয়া।