বৈশাখী কথন
- - - - উদ্ভ্রান্ত পথিক


এই বৈশাখে তোমাকেই মনে পড়ে
নীল কমলের বেশে স্মৃতির সরোবরে
দীর্ঘায়িত হয় শুন্য জীবনের হাহাকার
এখনও লালপেড়ে সাদা শাড়িতে আকাশ দেখি
সুতীব্র সূর্যরশ্মি উগড়ে দেয় কিশোরীর বগলের গন্ধ
উৎসব উচ্ছ্বাসে বেড়ে যায় বুকের স্পন্দন
নতুন দিনের নতুন আবেশে সাঙ্গ হয় স্বপ্নের বিবর্তন
শুধু অসীম শুন্যতা জাঁগিয়ে দেয় অপার বিস্ময়
সময়ের প্রয়োজনে ব্যস্ততা আজ জীবনের সমীকরন
হৃদয় পুড়িয়ে ঝলসে দিল আজিকার এই মহা আয়োজন।


বৈশাখ মানে নহে গো শুধু কালবৈশাখীর ঝড়
দিনের আলোতে সূর্য যেমন একান্ত প্রয়োজন
মেঘলা আকাশে চাঁদের হাসি রাত্রির অবগাহন
সুদূরের পথে আবেশে থাকে ভালবাসা সম্মোহন
শুন্য হৃদয়ই বুঝে শুধু শুন্যতারই দহন
একলা মনে বসত করে প্রিয় মানুষের মন।