ব্যর্থ জীবনযাপন
----উদ্ভ্রান্ত পথিক


এখন আমি আর নীরবে কষ্ট বোধ করিনা
জঠর জ্বালায় ভুল করেও হ্মুধার্ত হইনা
ভয়াল সমুদ্রের গর্জন শুনে আঁতকে উঠিনা
তোমার পাঁয়ের শব্দ শুনতে কান পেতে থাকিনা।
এখন আমি কষ্টকে গ্রোগ্রাসে পান করি
যত দুঃখ বেদনা কান্না হাহাকার দীর্ঘশ্বাস
সব কিছু অনায়াসে হজম করে ফেলি
উষর ভূমিতে বিপন্ন ক্যাকটাসের মতো বেঁচে থাকি।
এখন আমি শুন্য উদ্যান নিয়ে গর্ব বোধ করি
বসন্ত দিনে নতুন কুড়ি দেখে বিদ্রোহী হই
ঝরা পাতার মর্মর ধ্বনি শুনে হেসে উঠি
আগ্নেয়গিরি লাভা বৃষ্টি দেখে উল্লাস করি।
এখন আর আমি মিথ্যে মরীচিকার পেছনে ঘুরিনা
সেই বিশৃঙ্খল বাঁশের করুলে আগামীর স্বপ্ন খুঁজিনা
সন্ধ্যার আকাশে চাঁদনী পসরে জোসনা দেখিনা
হঠাৎ বজ্রপাত হলেও আমি আর ভয় পাইনা।
কারন আমি জেনে গেছি জীবনের পাঠ্যক্রম একটাই
বেঁচে থাকলে মরতে হয় আর মরে গেলে পঁচতে হয়
এই পৃথিবী কখনো ছিল না কারও চিরস্থায়ী ঠিকানা
ক্ষনিকের জীবন ছায়া এক মায়া মমতার বন্ধন
সময়ের নদী পেরিয়ে গেলে কেউ কারো নয় আপন
ভালবাসার সমীকরনে চলছে তবু ব্যর্থ জীবন যাপন।