প্রেমের পত্র লিখিতে লিখিতে কালি ফুরাইয়া গেল;
রবির কিরণ অস্তাচলে রংধনু ছড়াইয়া হাসিয়া উঠিল;
লালিমা সেন(পুং) সম্বিত ফিরিয়া পাইয়া শুধাইল--
আমি চন্দ্রালোকেই সুভদ্রাকে ভালবাসার কথা কহিব!
সময় বহিয়া যায়,নিশীথ আঁধারে ততক্ষণে অর্জুন সুভদ্রাকে হরণ করিয়াছে বৈ!
উপসংহারে লালিমা গগণবিধারী চিৎকার করিয়া পূনরায় কহিল--
মিলনতিথিতে প্রেমের কি মূল্য আছে বৎস! বিচ্ছেদের অনলে নাহি যদি পুড়িল মন।।