বদলে যাওয়া
          উদ্ভ্রান্ত পথিক


সবকিছু বদলে গেছে
তোমার শানিত চোখের দৃষ্টি
ভরা পূর্নিমার শব্দহীন বৃষ্টি
নারীবাদী কবিদের বিতর্কিত সৃষ্টি
আমার চৌকস ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো
বদলে যাচ্ছে অনবরত সময়ের স্রোতে।


অবশেষে সুবচনও বদলে যাচ্ছে
পরিবর্তিত জলবায়ুর উষ্ণ প্রসবনে
বৈশ্বিক সম্মেলনের ব্যর্থ আয়োজনে
এন্টার্কটিকার গলিত বরফ পাহাড়ের মতো
আতংকিত পরিবেশবাদীদের বিহ্মুদ্ধ সেমিনারে
আপোষহীন ইস্যুতে অনৈক্য ঘোষনাতে
সবার স্বার্থ রক্ষার হিসেবী অজুহাতে
অপোক্ত হৃদয়ের অসংযত প্রনয়ের মতো
তুমি আমি পাল্টে যাচ্ছি চলনে বলনে
কৃত্রিম বুদ্ধিমত্তার অস্বচ্ছ আবরনে
আধুনিক জীবনের অবিচ্ছেদ্য বিবরনে
পাল্টে যাচ্ছে কুমারী মেয়ের সতীচ্ছেদের বিশ্বাস।