বাউণ্ডুলের প্রিয়দর্শিনী
-----উদ্ভ্রান্ত পথিক


প্রিয়দর্শিনী
আর নিছক ধূম্রজাল নয়
ফিরেছে সময় অন্ধকার ছেড়ে
তোমার শ্রশ্রুষিত সরল স্বীকারোক্তি
আমাকে নতুন আরেকটি জীবন দিয়েছে
সৌভাগ্যের বারতা নিয়ে নতুন রুপে
তোমার প্রেমের অন্জলীর মুক্তিপনে।


কতটি বসন্ত উৎসব ব্যর্থতার গ্লানিতে
অহর্নিশি ফুরিয়ে গেল সঙ্গোপনে
তোমার নীরব অভিবাসিত ফুলদানীতে
শুকিয়েছে কত ফুল নির্মম প্রহসনে
ঝরা বকুলের মতো পরিত্যক্ত ডাস্টবিনে
আমার শানিত দৃষ্টির ব্যস্ততার অগোচরে।


যেদিন তুমি নজরবন্দি হলে অবশেষে
আমার অমসৃন অনুর্বর বিস্তীর্ণ উদ্যানে
সযতনে বুনেছিলাম ভালবাসার বীজ
ঋতুচক্রের স্খলনে ব্যর্থ অঙ্কুরোদগম
হারিয়ে যাওয়া এক সংহ্মুদ্ধ ইতিহাসের পাঠ।


সেদিন আকাশ কেঁদেছিলো অবিরাম
শিলাবৃষ্টির বর্ষনে বিহ্মত হয়েছিল সবুজ মাঠ
পরাজিত প্রেমিকের বিস্ফোরিত হৃদয়
তোমাকে বিদায় দিয়েছে নয়নের জলে
আর ছন্দোবদ্ধ জীবন পেয়েছে বাউণ্ডুলে।