চলো যাই
---উদ্ভ্রান্ত পথিক


চলে উড়ে যাই দূরের দেশে
অসভ্য রিপুর প্ররোচিত নির্দেশে
বিপথগামী হই ভালবেসে নির্বিশেষে
সবার অগোচরে মহাকাশের ওপাশে
শতকোটি আলোকবর্ষ দূরের দিগন্তে
ঘর বাঁধি সঙ্গোপনে তুমি আর আমি।


চলো চুকিয়ে দেই ঋনের দায়
স্বার্থ রক্ষার মিথ্যে অজুহাতে
বিলিয়ে দেই সঞ্চয়পত্রের মুনাফা
প্রভিডেন্ট ফান্ডের সুষম বন্টন
আমাদের প্রজন্মকে উইল করে দেই
হস্তান্তর যোগ্য সকল সহায় সম্পত্তি
ব্লান্ক চেকে লিখে দেই অনায়াসে।


চলো গজগামিনীর পিঠে বসে
ঘুরে আসি মৃত্যুপুরীর কারাগার
চিনে আসি তীরন্দাজ প্রহরীর দ্বার
ভালবাসার নীল বিষ ছড়িয়ে দেই
শিরা উপশিরার প্রতিটি রক্তবিন্দুতে
নিরাপদে মৃত্যুকে করি আলিঙ্গন
শবযাত্রার শোক মিছিলে রাঙ্গিয়ে দেই
তোমার আমার হৃদয়ের প্রাঙ্গণ।