বিশ্বাস করো পিয়দর্শিনী!
ইদানীং সময়টা আমার ভাল যাচ্ছেনা,
ঘুমন্ত পৃথিবীতে এখন সদা জেঁগে থাকি,
রোজ সকালের তপ্ত দাবদাহে ট্রামের চিৎকার চেঁচামেচি,
বাস স্টপেজগুলোতে নিত্য ভাম্যমান ফেরিওয়ালাদের প্রতিযোগিতা,
এখন আমাকেও পীড়িত করে হরহামেশা।
অফিস লেট মানে আমার প্রাত্যহিক রুটিন,
সবকিছু কেমন যেনো এলোমেলো হয়ে গেছে-
রোজ সন্ধ্যায় নীড়ে ফেরা মানুষের ভিড়ে,
ক্লান্ত পাখিদের মতো আমিও মিছিল করি,
নীরব শ্লোগান শেষে ঘরের চৌহদ্দিতে নেতিয়ে পড়ি,
বড় দুঃসহ এক যন্ত্রনায় আমি ক্লিষ্ট হই!
খাবার দাবারে অনীহা,স্বাদহীন জল,
রেচনতন্ত্রে এক বিশৃঙ্খলা আমি টের পাই,
বিছানায় কান পেতে স্পষ্ট শুনি--জীবনের করুন দহন।
প্রিয়দর্শিনী! আর কত এই জীবনের নৈবদ্য?
তথৈবচ শংকা ভয় আর কতদিন আমাকে তাড়াবে,
আমি কি তবে ক্রমেই ফুরিয়ে যাচ্ছি ?
নাকি পাপমোচনের অঘোষিত যুদ্ধ করছি?