খোলস
----উদ্ভ্রান্ত পথিক


মাঝে মধ্যে তুমিও খোলস বদলে ফেলো
অতি সন্তর্পনে ঘর ছেড়ে বাইরে আসো
বিস্ময়ে উপভোগ করে ভোরের সূর্যোদয়
ভেঙে ফেলো সশস্ত্র প্রহরীর রহ্মাব্যুহ
দৈন্য মনোবলে বিদ্রোহ করো নিঃসংকোচে
নিয়মনীতিকে রুখে দাও অনিয়মের শৃংখলে
মানব বন্ধন আর গনঅনশনের নীরব স্মারকলিপিতে
ফেরৎ দিতে চাও তোমার খন্ডিত হৃদয়ের অধিকার।
অতঃপর তুমি ব্যর্থ মনোরথে হ্মুধার্ত শিকারীর বেশে
নিঝুম সন্ধ্যায় শুন্য হাতে ঘরে ফিরো অবশেষে
স্বেচ্ছায় নিজেকে বন্ধি করো পাষাণ কারাগারে
নিঃশর্তে অভ্যস্থ হও নিত্যদিনের জীবনাচারে
অদেখা চোখের দৃষ্টিতে বাড়িয়ে দাও মনের দূরত্ব।


একদিন তোমার উর্বর ভূমিতে ছিল যৌনতা
তরুন যুবাদের কন্ঠ সংগীতেও ছিল মৌনতা
সাত পুরুষের মতো আমারও ছিল উত্তরাধিকার
ভালবেসে তোমার হৃদয়কে দিয়েছি অগ্রাধিকার
ভূমিদস্যুদের মতো আমিও লাঠিয়াল পোষেছি
মল্লযুদ্ধের ঢোল পিটিয়ে উল্লাস নৃত্য করেছি
তোমাকে দিয়েছি দৈবচয়নের অধিকার
ত্যাগের মহিমায় গ্রাস করেছি ঘোর অন্ধকার।


আমি সেদিন হেরে গিয়ে উদ্বাস্তু হয়েছি
বাস্তূচূত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিহ্মোভ মিছিলে
শ্লোগানে উত্তাপ ছড়িয়েছি শরণার্থী শিবিরে
প্রতিহিংসার আগুন জ্বালিয়ে বিদ্রোহ সংগ্রামে
পৈতৃক ভিটে মাটির টানে যুদ্ধ ঘোষনা করেছি
আগামী প্রজন্মের মননে বিপ্লবের বীজ বুনেছি।


সেইদিন সারা পৃথিবীর মানুষ বিস্মিত হবে
আমার অবিনাশী স্বপ্নেরা যখন বিজয় উল্লাস করবে
সবুজ মাঠে হোলি খেলায় রক্তবন্যা বয়ে যাবে
আধিপত্যবাদী পরাশক্তি পরাজয় মেনে নেবে
আগ্রাসী ভালবাসায় মুক্ত হবে তোমার শৃংখল
অভিবাসী প্রেমিক যুবারা নির্ভয়ে স্বদেশে ফিরবে
পূনর্দখলেে তৃপ্ত হবে ভীতু প্রেমিকার হৃদয় মন
প্রনয়ের অভিসারে দূরে যাবেনা আর প্রিয়জন।