প্রিয়তমা,
ঐ অতল সাগরের বালুকারাশিতে
তুমি কান পেতে শুনে নাও-
সাগর কেন অবিরাম কাঁদে!
ঢেউয়ের পিঠে ঢেউয়ের ঘর্ষণে
কেন এত নিনাদ বাজে!


যখন স্বপ্ন ছিল অতল জলের গভীরে,
ভালবাসাও ছিল তোমার সুরক্ষিত বুকের পাঁজরে;
হঠাৎ কালবৈশাখীর উম্মাতাল ঝড়ে-
তুমি আমি দুজনেই আজ অচেনা দ্বীপান্তরে!
শুন্য বুকে আজ স্বপ্নেরা ফেরারী,
আমার দু'চোখ জুড়ে নিঃশব্দ মহামারী। ।