মহাকাল
---উদ্ভ্রান্ত পথিক


আজ নয় কাল কিংবা মহাকাল
আসুক আবার সেই রোদেলা বিকাল
এভাবেই কাটুক অপেহ্মমান দিনকাল
তোমার আমার ঘুমন্ত ফেরারী সকাল
অদেখাই থাকুক প্রিয়মুখের হাসি ইহকাল
দীঘির জলে সযত্নে বেড়ে উঠুক শৈবাল।


অনাবাস্কিৃত থাকুক তোমার মনের গুহাদ্বার
স্বমেহনে তৃপ্ত হোক স্পর্শকাতর বহ্মযুগল
তীরন্দাজ প্রহরী জেগে থাকুক সর্বহ্মন
টিকিয়ে রাখুক অন্ধ সতিচ্ছেদের বিশ্বাস।


মনের গহীনে থাকুক প্রনয়ের বিরহ ব্যাথা
হাতের ইশারায় থমকে যাক যানচলাচল
তোমার অলিগলি আরো কন্টকিত হোক
সতর্ক সংকেত বেজে উঠুক অবিরাম
থেমে যাক ঘরহারা পাখিদের শোক মিছিল
তোমার নদীনালা গুলো শুকিয়ে যাক
অনিয়মে ভেস্তে যাক উন্নয়ন পরিকল্পনা
ক্রমহ্রাসমান হোক মাটির উর্বরতা শক্তি
শুন্য উদ্যানে নেমে আসুক দূর্ভিহ্মের ঘনঘটা
কৃষানীর উঠোনে দীর্ঘজীবি হোক হাহাকার
বিহ্মোভ বিদ্রোহে বেঁচে থাকুক স্বপ্নছায়া।


সময়ের স্রোত থামবেনা যখন
আসবেনা ফিরে রংধনুর সাতরং
তবে অহেতুক কেন এই প্রলম্বিত নিশিযাপন
ঘুমের ঘোরে ক্লান্তির জেঁগে থাকা
অসময়ে দু'চোখে নোনা জলের ঝর্ণা ধারা
ভালবেসে ঘর ছেড়ে সর্বহারা হওয়া
হৃদয় হারিয়ে আরেকটি হৃদয় খুঁজে পাওয়া।