মন
--উদ্ভ্রান্ত পথিক


শরীর তো হবে না ভালো
মনটা যদি থাকে অগোছালো
নীরবে কান্না করবে যখন
কি আর বলবে তুমি তখন?
ঘড়ি তো করবেই টিক টিক
সময়টা যদিও না হয় সঠিক,
সুসময়ে যদি বন্ধ কর ঘরের দ্বার
অসময়তো ফিরবেই সামনে তোমার ।


সব আলো হয়নাকো শুধুই ভালো
অন্ধকারতো হবেই সর্বদা কালো,
আলো আধার মিলেই এই জীবন
জগৎ হলো মায়া মমতারই বন্ধন
একাকীত্বে আছে কষ্ট যাতনার স্পন্দন
তবু নিঃসঙ্গতা দেয় না পাপাচারের ইন্ধন
সময়গুলো কখনো শৃংখল নয়তোবা বিশৃঙ্খল
পরের কারনে ভুলে যেওনা আবার আপনজন
নিজেকে হারিয়ে খুঁজে পাবেনা কখনো পরের মন।