অনিবন্ধিত সম্পর্ক
---উদ্ভ্রান্ত পথিক


তুমি চেয়েছিলে ভোর আসুক
সহসাই ফুটুক ফুল চন্দ্রমল্লিকার বনে,
জেঁগে উঠুক ভোরের ক্ষুধার্ত কাঁক
কাঁকের শব্দ দূষনে ভেঙে যাক অলস ঘুম!
বাসী মুখে লেপ্টে থাকুক স্বপ্নময় সম্ভোগ চিহ্ন ।


আমি চেয়েছিলাম রাতের অভিসার দীর্ঘতর হোক
কামনার তৃষ্ণা অতৃপ্ত হোক সমুদ্র সঙ্গমে,
অবিনাশী ঢেউ আছড়ে পড়ুক বাঁধভাঙা উচ্ছ্বাসে
ধুঁয়ে মুছে যাক যাপিত জীবনের অবিচ্ছেদ্য যন্ত্রনা
পূর্নগ্রহনে গ্রাস হোক তোমার মনের সংকীর্ণতা
ভালবাসার স্ফুলিঙ্গ বিস্ফোরণে অটুট হোক বন্ধন।


তুমি আমি কেউই চাইনি কস্মিনকালে নিশ্চিত
চোখের জলে হোক শ্রাবনের বিরামহীন ধারা,
ভিঁজে যাক বুকের সুডৌল উচু পর্বত চূড়া;
তোমার কামোদ্দীপক নাভীমূলের প্রদর্শনী হোক,
আর্ট গ্যালারি উম্মুক্ত থাকুক সর্বসাধারনের জন্যে
লোভাতুর দৃষ্টিপাতে ত্বরিত হোক কামনার আগুন।


কিছু সম্পর্ক ছন্দোবদ্ধ কক্ষপথে অনাদরে হারায়
না চাইলেও ফেলে আসা দিন তাড়িয়ে বেড়ায়,
চেনা পথগুলোও দিকশুন্য অচেনা মনে হয়
অনিবন্ধিত সম্পর্কগুলোই নিঃস্বার্থ নির্ভেজাল রয়।