প্রভাত সঙ্গম
   - - - উদ্ভ্রান্ত পথিক


তোমার মসৃন বৃত্তাকার কহ্মপথে
আমি অমিত সম্ভাবনার স্বপ্ন দেখে
প্রাত্যহিক পরিভ্রমনে প্রত্যাগমনে
নির্ঘুম জোতিস্কদের সদা জাগরনে
শ্রাবনের মেঘ গলিয়ে বৃষ্টি ঝরাতে থাকি
শুধু তোমার খরাপীড়িত হৃদয় শোষনে।


যেদিন তুমি রুহ্ম হলে শুষ্কতার দিনে
কেঁদেছিলে একা একা মনের দহনে
ঘোমটা মুখে আড়াল হলে বন্ধু বিহনে
চিত্ত ছেড়ে দূরে গেলে বিত্তেরই মোহে
এখন তোমার কন্ঠ ভারী বিষাদে নিনাদে
আমি থাকি সদা জেঁগে তোমারই আশে
স্বপ্ন দেখি অবিরত বিনিদ্র বিশ্বাসে
আবার তুমি গাইবে গান নিত্য নিঃশ্বাসে।


পুড়ছে তোমার হৃদয় এখন সুপ্ত অনলে
ফিরতি পথে পাবে আমায় তৃষিত নয়নে
হাসি কান্নায় গাঁথব মালা শিমুল ফুলে
নতুন করে যাত্রা করবো প্রনয় চুম্বনে
ঝরা পাতা জাঁগবে আবার প্রসন্ন বদনে
কালের খেয়া স্বাহ্মী হবে কাব্য কথনে
সিক্ত হবো তুমি আমি প্রভাত সঙ্গমে।