সম্পর্ক বোধ
---উদ্ভ্রান্ত পথিক


কিছু সম্পর্ক দূরে থাকুক
নির্ভয়ে পথ চলুক
হৃদয়ের উষ্ণতা ছেড়ে শতবর্ষী বটমূলে
অকাতরে শীতল পাটীর বুননে,
বয়ে যাক নিরন্তর
পরিশুদ্ধ জীবন বোধে
নতুন দিনের নতুন স্বপ্ন ছুঁয়ে
জেঁগে থাকুক আলোর পথে
দৃষ্টির সীমানা পেড়িয়ে সুদূরে।


কিছু সম্পর্ক ভুলে গেলেই ভাল
মৌসুমী পাখির প্রনয় শীৎকারের মতো
হারিয়ে যাক দিগন্ত রেখার শোষনে
হঠাৎ ভালবাসার বেখেয়ালী চিৎকারে
তৃষিত হৃদয়ে আদ্রতা ছড়িয়ে যাক
দেনা পাওনার সব লাভহ্মতি চুকিয়ে।


কিছু সম্পর্ক অনিবন্ধিত থাকুক
আটপৌড়ে জীবনের ছন্দ পতনে
অসংযত নিশিকাব্যের কথনে
আদিম নেশার উম্মত্ত নষ্টাচারে
প্রশ্নবিধ্য প্রেমের সংকলিত শিষ্টাচারে।