সুবোধ বন্দনা
------উদ্ভ্রান্ত পথিক


সুবোধ তুমি পালাবেনা আর
দেয়াল লিখনের তীর্যক প্রহসনে
ভীতু কাপুরুষের মতো নির্বাসনে
তুমি পালাবে কেন বারংবার?
মেগাসিটি ঢাকার রহস্যময় গ্রাফিতি
এখন আর নিছক ধূম্রজাল নয়,
লহ্মকোটি সূর্য সন্তান আলোর মশাল জ্বেলে
বিপ্লবী শ্লোগানে রুখে দিবে তোমার পথের অন্ধকার।


এবার তুমি মুক্তি দাও কারাবন্দী সূর্যকে
ছড়িয়ে দাও সম্ভাবনার আলোক রশ্মি,
অনাগত দিনে নগরী হবে তিলোত্তমা নিশ্চিত,
তোমার আদুরে কন্যার সম্ভ্রমহানি
পথে ঘাটে হবে না আর যৌন হয়রানি।


রাজনীতির মাঠে মিথ্যের প্ররোচনা
তোমার দেয়ালচিত্রে লেখা নিরেট বাস্তবতা
অনির্বাণ চেতনায় ঝলসে দিয়েছে গোটা স্বদেশ,
বিবেকের তাড়নায় সদা জাগ্রত তারুন্য
কারারুদ্ধ সুশীল সমাজের মুক্তি দিয়ে
ভেঙ্গে দিবে মৌলবাদের বিস্তীর্ণ প্রাচীর,
ঘুমন্ত নগরীর অতন্দ্র প্রহরীর ছদ্মবেঁশে
মুছে দিবে যাপিত জীবনের দুঃখ-কষ্ট গ্লানি।
দিনবদলের মিছিলে তোমার সতেজ কন্ঠ
অহর্নিশি স্বপ্ন দেখাবে প্রসূতি কুমারী মাতাকে,
সদ্যোজাত নবজাতকের প্রথম কান্নায়
তর্জনী উচিয়ে গর্জে উঠবে বাকরুদ্ধ বাংলাদেশ।