কিছু অভিমান ভুল ছিল
কিছু সিদ্ধান্ত নিশ্চিত ভুল ছিল
কিছু প্রত্যাশা অবশ্যই অবাস্তব ছিলো
কিছু স্বপ্নতো দেখার আগেই মিথ্যে হলো।


কিছু অভিযোগ মোটেই সঠিক ছিলনা,
ভুল সমীকরনের ফলাফল এলোমেলো জীবন
বাস্তুচ্যূত মানুষের মতোই  সদা ভাসমান,
ঠিকানার খুঁজে ঠিকানা ছাড়তে হয়-
আগামীর জন্য আজকের পথ ভুলে যেতে হয়।


হয়তো সবকিছু মিথ্যে ছিলোনা,
পরিশুদ্ধ আবেগের খেয়ালে যা ভেবেছিনু
তা হয়তো এতোটা নিপাট নিখাঁদ ছিলোনা।
তবুও ভুলে ভরা জীবনের বাঁকে
ত্রিমাত্রিক সত্য ছিলো ভালবাসা।


যশোর
৩০-১২-২১