তুমি আসবে বলে
--------উদ্ভ্রান্ত পথিক


তুমি আসবে বলে
ঘাঁস ফড়িঙের ডানায় ভেসে
আমি শূন্য হাতে
সবুজ জমিনে শুয়ে থাকি।
তোমার বাড়ির পথে
নির্বাক ঠায় দাঁড়িয়ে থাকি
অপমানে ঋজু হয়ে
চৈত্রের খরা উত্তাপ নিয়ে
শুধু অসম প্রেম বুঝবো বলে ।


আমি ইচ্ছে পাখির মতো
দিগন্ত ছোঁয়া আকাশের গহীনে
রঙধনুর সাত রঙ ভুলে
তোমার রঙ খুঁজে ফিরি
একমুঠো আশার আলো ভেবে
নতুন পঁটে আবার ছবি আঁকি
শুধু তোমার বিশ্বাস ফুরাবে বলে ।


দিনের শেষে রাত্রি আসে
সূর্যমুখী কাঁদে অন্ধকার গ্রাসে
সবাই ফেরে স্বপ্ন নদীর তীরে
ভালবাসার প্রনয়সিক্ত নীড়ে
তুমি থাকো ঘোলা জল ঘিরে
আমিও থাকি অদেখা তাঁরাদের ভীড়ে।