তোমরাই পারবে
--উদ্ভ্রান্ত পথিক


স্কুল ড্রেস পড়া কোমলমতি শিক্ষার্থী
তোমাদের জন্য রইল ভালবাসা অহর্নিশি
আমরা তোমাদের শেখাতে পারিনি
তোমরাই শেখালে কাকে বলে অট্রহাসি
তোমরাই পারবে আমাদের দিন ফেরাতে
মানবিক সুখ সম্মৃদ্ধির জাগতিক স্বপ্ন দেখাতে
যাপিত জীবনে মসৃণ পথের সন্ধান দিতে।


তোমরাই পারবে দুঃখীনি মায়ের দুঃখ ঘুচাতে
নির্বাক বাবার অবিরাম চোখের জল থামাতে
খেলার মাঠে ভাইহারা বোনকে আবার ফেরাতে
বিদ্রোহের অগ্নিশিখা জ্বেলে অসুরকে পোড়াতে
বিপ্লবী চেতনায় ক্ষয়ে যাওয়া বোধ জাগাতে
তোমরাই পারবে মেঘলা আকাশে আবার সূর্য উঠাতে
কলুষিত সমাজে অন্যায় অসঙ্গতি অনাচার তাড়াতে
তোমাদের ঐক্যবদ্ধ হাত পারবে দুঃশাসনকে হারাতে
সুশাসন সুবিচারে জরাজীর্ণ পথের কাঁটা সরাতে
তারুন্যের জোয়ারে বিভ্রান্ত রাষ্ট্রের ভিত নাড়াতে।


তোমাদের হাতে নিরাপদ রবে শান্তির পতাকা অম্লান
ঘুনে ধরা সমাজে তোমরাই আনবে হারানো সম্মান
পথের কাঁটা দূর করে তোমরাই রচিবে সাম্যের গান
প্রতিবাদী শ্লোগানে আমরা ভুলে যাব দুঃখ অভিমান
বদলে যাবে রাষ্ট্রযন্ত্রের নীরবে ঘুমিয়ে থাকার ভান
তোমরাই হবে একদিন এই শোকাহত দেশের ত্রান
শুকনো ফুলের কুড়িতে আসবে সৌরভ ভরা ঘ্রাণ
পীচঢালা রাজপথে ঝরবে না আর অকালে প্রাণ।