উনিশ বছর


উনিশ বছর মোটেও খুব বেশী নয়
যে জীবনে ভালবাসা অবিরাম বয়
শত দুঃখ বেদনায় হয়না তার ক্ষয়
কষ্টের নদী পেরিয়ে আসে যে বিজয়,
আত্মবিশ্বাসে মলিন হয় সব শংকা ভয়
দূর্মুখোদের কাছে যা ছিল তথৈবচ প্রনয়
সময়ের স্রোতে ফুরিয়েছে তাদের বিস্ময়।


উনিশ বছর মানে উনিশটি বসন্তের কাব্য কথার কল্প
কুহুকের কুহুতানে উম্মত্ত প্রেমই ছিল যার শুধু বিকল্প
হৃদয়ের গহীন পথে অভিমান অনুরাগ হয়তোবা ছিল স্বল্প
তবু ভালবাসার রসায়নে ঘনীভূত হয়েছে দুজনার জীবনের গল্প।


উনিশ বছর আগে স্বপ্ন সারথী হয়ে ধরেছিলে হাত
প্রেমের তৃষ্ণা মিটিয়েছে সেই মিলন তিথির রাত
আঁধার ভেঙে আলোকিত করেছে ভরা পূর্নিমার চাদ
তোমার প্রেমের অন্জলীতে ধন্য হয়েছে প্রতিটি নতুন প্রভাত
ফুলের সুবাসে ফলের সমারোহে পরিপূর্ণ জীবনের স্বাদ
সুখের স্মৃতিতে নিঃশেষ হয়েছে যাপিত জীবনের বিষাদ।