ভালবাসার মায়াজাল
---উদ্ভ্রান্ত পথিক


এখন তোমারও ঘুম ভাঙে
মাঝরাতে জোসনা ভরা গাঙ্গে
ঘন অন্ধকারে জোনাকির  আলোর পথে
তুমিও হেঁটে হেঁটে ক্লান্ত হও নগ্ন পায়ে
তৃষ্ণার্ত পথিকের মতো জলের খোঁজে ।


যখন আমি ছিলাম চাতক পাখি
খরায় পীড়িত বিধ্বস্ত বিবাগী
বৃষ্টির অপেক্ষায় একান্ত প্রার্থনায়
তখন তুমি ছিলে গোমতী নদীর ঘাটে
সুজলা সুফলা শস্যভরা সম্মৃদ্ধ মাঠে
আগামী দিনের রঙ্গিন স্বপ্ন ছোঁয়া পাঠে।


কতরাত কেটেছে নিস্তব্ধ তিমির বিষাদে
একাকী রাতজাঁগা জোতিস্কদের ঘুম পাড়িয়ে
আমার দুচোখ ভরা নোনা জলের বৃষ্টিতে
কত স্বপ্ন ধুয়ে গেছে অকাতরে অসীম দৃষ্টিতে
তোমার অপূর্ণ ভালবাসার মায়াজাঁল সৃষ্টিতে।